Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ভাতা ও জমানো টাকা সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে দিলেন এক প্রতিবন্ধী যুবক 
Thursday April 30, 2020 , 12:03 am
Print this E-mail this

বাদশা খান শারীরিক প্রতিবন্ধী হয়েও যে কাজ করেছেন তা সবার জন্য অনুকরণীয়-বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন

বরিশালে ভাতা ও জমানো টাকা সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে দিলেন এক প্রতিবন্ধী যুবক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিজের প্রাপ্ত ভাতার ৩ হাজার এবং জমানো ২ হাজারসহ মোট ৫ হাজার টাকা সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে জমা দিয়েছে বরিশালের শারীরিক প্রতিবন্ধী যুবক মো: বাদশা খান। বুধবার বিকেল ৪টায় বরিশাল সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেওয়া টাকার রশিদ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো: মোয়াজ্জেম হোসেনের হাতে তুলে দেন তিনি। এ সময় বাদশা খান জানান, প্রতিবন্ধী হিসেবে তিনি প্রতিমাসে ৬০০ টাকা করে সরকারি ভাতা পান। গত ৫ মাসের ভাতার ৩ হাজার টাকা পহেলা রমজান ব্যাংক থেকে উত্তোলন করেন। এছাড়া তার কাছে জমানো আরও ২ হাজার টাকা ছিল। মোট ৫ হাজার টাকা বুধবার দুপুরে নগরীর সদর রোডর জনতা ব্যাংকে সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিল হিসাব নম্বরে জমা দেন তিনি।

এরপর বিকেলে সিটি মেয়রের সঙ্গে দেখা করে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তার কাছে ব্যাংকের রশিদ তুলে দেন বাদশা। নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজেরা খাতুন স্কুল এলাকায় স্ত্রী, মেয়ে, মা, ভাইসহ বসবাস করেন বাদশা। নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে। তিনি বিশেষ বাহনে চলাফেরা করেন। বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, বাদশা খান শারীরিক প্রতিবন্ধী হয়েও যে কাজ করেছেন তা সবার জন্য অনুকরণীয়। নিজের প্রাপ্য ২ বছরের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধার প্রায় ৩৫ লাখ টাকা দিয়ে গত ৬ এপ্রিল প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিল গঠন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। নগরীর দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই ত্রাণ তহবিলে সহায়তা দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।




Archives
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন