Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান 
Wednesday February 28, 2024 , 6:17 pm
Print this E-mail this

স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত ১০ দফা নির্দেশনা মানতে অভিযান

বরিশালে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত ১০ দফা নির্দেশনা মানতে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে বরিশালের স্বাস্থ্য বিভাগ। বুধবার (ফেব্রুয়ারি ২৮) দুপুর সোয়া তিনটায় বরিশালের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে নগরীর আমানতগঞ্জে অবস্থিত সৈয়দ মোয়াজ্জেম হোসেন রেডক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালানো হয়। মা ও শিশুদের সেবা দেওয়ার জন্য পঞ্চাশ শয্যার এই হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও চিকিৎসক ও সেবার মান ঠিক রয়েছে কিনা এসব বিষয়ে দেখে সিদ্ধান্ত নেবেন বলে জানান স্বাস্থ্য পরিচালক। তিনি এসময় প্যাথলজি বিভাগের ফ্রিজের মান সঠিক না থাকাতে দ্রুতই তা কেনার জন্য নির্দেশনা দেন। তার নির্দেশনা বাস্তবায়ন হয়েছে কিনা তা যাচাই করার জন্য আবার আসবেন বলেও সতর্ক করেন তিনি। এ সময় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা গেলে রোগীদের উপকার হবে।




Archives
Image
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ ২ দিনের রিমান্ডে
Image
কীর্তনখোলা নদী কিনেছে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড!
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি
Image
বরিশালের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ