Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাড়িতে মজুত করা হাতবোমা ও দেশি অস্ত্র সহ দুই ভাই আটক 
Friday September 19, 2025 , 8:31 pm
Print this E-mail this

এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের

বরিশালে বাড়িতে মজুত করা হাতবোমা ও দেশি অস্ত্র সহ দুই ভাই আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদী উপজেলার একটি বাড়ি থেকে হাতবোমা ও দেশি অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-ওই গ্রামের প্রয়াত আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশির হাওলাদার।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার বংশ ও সরদার বংশের মধ্যে পুরনো বিরোধ রয়েছে। এ ঘটনার জেরে ২০২৩ সালের ২৩ অগাস্ট আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করে সরদার বংশের লোকজন। সেই সময় হত্যায় জড়িত সন্দেহে কামাল সরদার ও জামাল সরদারসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন আগে তারা জামিনে মুক্ত পেয়েছেন। আবার ফেরিঘাট এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে এক পক্ষের বাড়িতে অস্ত্র মজুতের খবর পায় পুলিশ। ওসি সফিকুল ইসলাম বলেন, সকালে সেনাবাহিনী ও পুলিশ আব্দুর রব হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘর তল্লাশি করে আটটি বল্লম ও লেজা, ১৩টি হাতবোমা, বিভিন্ন দেশি অস্ত্র ও নগদ পাঁচ লাখ ৮০ হাজার ৫০০ জব্দ করা হয়। আটক করা হয় আব্বাস ও বশিরকে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওসি।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস