Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাসচাপায় কলেজছাত্র নিহত 
Sunday June 8, 2025 , 9:09 pm
Print this E-mail this

বাসটি আটক, চালকসহ সংশ্লিষ্টরা পলাতক

বরিশালে বাসচাপায় কলেজছাত্র নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় বাসচাপায় জুয়েল হাওলাদার (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হৃদয় দাস নামে তার এক বন্ধু। শনিবার (জুন ৭) রাত ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। আহত হৃদয় দাস একই গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান জানান, বন্ধু হৃদয়কে নিয়ে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে নিজ গ্রামের বাড়ি ফিরছিলেন জুয়েল। পথে উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের কাছে এলে নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটাগামী নিউ অন্তরা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন হৃদয়। তিনি আরও জানান, মোটরসাইকেলটিকে চাপা দেওয়া বাসটি আটক করলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী