|
চোর ধরে পুলিশের কাছে সোপর্দ, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে
বরিশালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চুরি করতে এসে যুবক আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বাংলাবাজার সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চুরি করার সময় অপু সিকদার নামের এক যুবক আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। শনিবার (জানুয়ারি ৩) রাত ১০ টার দিকে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাকে আটক করে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক অপু সিকদারের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে। জানা গেছে, শনিবার রাত ১০ টারদিকে ওই যবুক ডায়াগনস্টিক সেন্টারের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। এরআগে শুক্রবার একই যুবক ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি পানির কল চুরি করে নিয়ে যায়।

বিষয়টি পরবর্তীতে সিসি ক্যামেরায় দেখতে পেয়ে চোর শনাক্ত করে রাখে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। শনিবার পূণরায় চুরি করতে আসলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছ থেকে একাধিক পানির কল উদ্ধার করে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ। পরে তাকে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, শুক্রবার এই ব্যক্তি ডায়াগনস্টিক সেন্টারের পানির কল চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার ফুটেজ দেখে তৎপর ছিলো ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা। চোর অপু শিকদার শনিবার পূণরায় চুরি করতে আসেন ডায়াগনস্টিক সেন্টারে কর্মচারী তাকে চিনতে পেরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এক চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Post Views: ০
|
|