Current Bangladesh Time
রবিবার ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নোঙর করা জাহাজে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ১০ 
Sunday December 28, 2025 , 10:31 am
Print this E-mail this

সকালে লঞ্চটি পদ্মা নদী দিয়ে কোদালপুর লঞ্চঘাট এলাকা পার হচ্ছিল

বরিশালে নোঙর করা জাহাজে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ১০


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা থেকে বরিশালের মুলাদী যাওয়ার পথে নোঙর করা মালবাহী জাহাজের সাথে ধাক্কায় দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭। ঘণ কুয়াশার কারণে জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির বামপাশের দোতালার অংশ ক্ষতিগ্রস্থ হয়। এতে জিহাদ হোসেন নামের এক শিশুসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (ডিসেম্বর ২৮) সকাল নয়টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে। লঞ্চের যাত্রী আবু বকর ছিদ্দিক মোবাইল ফোনে বলেন, সকাল নয়টার দিকে লঞ্চটি পদ্মা নদী দিয়ে কোদালপুর লঞ্চঘাট এলাকা পার হচ্ছিল।

এসময় নদীর তীরের কাছাকাছি একটি মালবাহী জাহাজ নোঙর করা ছিল। ঘন কুয়াশা থাকায় লঞ্চ চালক সেটি দেখতে না পাওয়ায় ধাক্কা লাগে। এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় জিহাদ হোসেন নামে এক শিশু মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এছাড়া আবুল কালাম, রহমতউল্লাহ, রাসেদ সরদারসহ প্রায় ১০ জন যাত্রী আহত হন। পরে দোতলায় থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে নিচ তলায় নিরাপদ স্থানে চলে যান। দুর্ঘটনার পর কিছুক্ষণ বিরতি দিয়ে পূণরায় লঞ্চটি মুলাদীর দিকে যাত্রা শুরু করে। মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী জানিয়েছেন, খবর পেয়ে খোঁজ নেয়ার জন্য থানা পুলিশকে লঞ্চ ঘাটে পাঠানো হয়েছে।




Archives
Image
বরিশালে নোঙর করা জাহাজে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ১০
Image
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন আটক
Image
তাসনিম জারার এনসিপি ছাড়ার নেপথ্যে কী?
Image
এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা
Image
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার