Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ৭:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » বরিশাল-বিভাগ » বরিশালে নিয়োগ পরীক্ষায় ঢুকতে না দেয়ায় বিক্ষোভ 
Saturday August 6, 2022 , 9:14 pm
Print this E-mail this

দায়িত্বরত পুলিশদের বিরুদ্ধে প্রার্থীদের শারীরিক হেনস্তার অভিযোগ

বরিশালে নিয়োগ পরীক্ষায় ঢুকতে না দেয়ায় বিক্ষোভ


বরিশালে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষায় নির্ধারিত সময়ে গিয়ে পরীক্ষা দিতে পারেনি প্রার্থীরা। পরে বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করলে প্রার্থীদের শারীরিক হেনস্তা করে দায়িত্বরত পুলিশ সদস্যরা। ফলে পরীক্ষা দিতে পারেনি শতাধিক পরীক্ষার্থী। এমন চিত্র দেখা গেছে বরিশাল মডেল স্কুল এণ্ড কলেজে, সরকারি মহিলা কলেজে, বরিশাল ইসলামিয়া কলেজে, বরিশাল কালেক্টর স্কুল এণ্ড কলেজে। শনিবার দুপুরে বরিশাল মডেল স্কুল এণ্ড কলেজে গিয়ে দেখা যায়, রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষা সাড়ে তিন টায় হওয়ার থাকলে ৩ টা ২০ মিনিটে গেট আটকে দেয়া হয়। এসময় নিয়োগ প্রার্থীরা গেটের সামনে দাড়িয়ে পরীক্ষা দেয়ার জন্য অনুরোধ করলে পুলিশ সদস্যরা জানায় ঢুকতে দেয়া হবে না। এরপর বার বার অনুরোধ করলেও তাদের ঢুকতে না দিয়ে বাজে ব্যবহার শুরু করে। পরে বরিশাল মডেল স্কুল এণ্ড কলেজে পরীক্ষা পরিদর্শনের দায়িত্বে থাকা ম্যাজিষ্ট্রেট এসে আরও দুর্ব্যবহার শুরু প্রার্থীদের উপরে চড়াও হয়ে পরীক্ষার হলে ঢুকতে দেয়া হবে না বলে স্রেফ জানিয়ে দেন। এরপর ওখানে থাকা পুলিশ সদস্যরা কয়েকজন প্রর্থীদের গেঞ্জির কলার ধরে ভিতরে নিয়ে ধাক্কাধাক্কি করে গেঞ্জি ছিড়ে ফেলেন এবং দুই প্রার্থীকে টেনে হিছড়ে কলেজের ভেতরে নিয়ে যায় এবং সাংবাদিকদের উপরেও চড়াও হয়। এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কন্সটেবল লুৎফর প্রার্থীদের হেনস্তায় মূখ্য ভূমিকা পালন করে। হেনস্তার শিকার ও পরীক্ষা দিতে না পারা আমিনুল ইসলাম নামে প্রার্থী বলেন, আমাদের এডমিট কার্ডে পরীক্ষার সময় সাড়ে তিন টায় উল্লেখ করা থাকলে ৩ টা ২০ মিনিটে গেলেও আমাদের পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়নি এবং আমাদের হেনস্তা করেছে পুলিশ। আমরা এর বিচার চাই। তিনি আরও বলেন, এরআগেও আমরা অনেক নিয়োগ পরীক্ষা দিয়েছি, এমনটা কখনো ঘটেনি। এই প্রথম এমন অপ্রিতিকর ঘটনা ঘটেছে। সরকারি মহিলা কলেজে মহিলা কলেজে পরীক্ষা দিতে আসা রাকিব নামের এক প্রার্থী বলেন, নির্ধারিত সময়ে এসেও পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়নি। জ্বালানি তেলের দাম বাড়ায় ঠিকমত গাড়ী পাওয়া যায়নি। অনেক কষ্ট করে এসেও পরীক্ষা দিতে পারিনি। তাদের ক্ষমতা আছে তাই তারা সেই ক্ষমতার অপব্যবহার করেছে। এমনটাই অভিযোগ শতাধিক প্রার্থীর। এ ব্যাপারে জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ বলেন, হেনস্তার বিষয়টি আমার জানা নেই। কিন্তু পরীক্ষা নির্ধারিত সময় ৩ টা ছিল বলে জানান তিনি। মানবিকতা দেখিয়ে সোয়া ৩ টা পর্যন্ত পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়েছে। এডমিট কার্ডে সাড়ে ৩ টা উল্লেখ রয়েছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, সাড়ে ৩ টা নয়, ৩ টায় সময় নির্ধারণ করা ছিল।




Archives
Image
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ ২ দিনের রিমান্ডে
Image
কীর্তনখোলা নদী কিনেছে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড!
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি
Image
বরিশালের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ