Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে নার্সিং শিক্ষার্থীদের পৃথক বিক্ষোভ 
Thursday May 15, 2025 , 5:07 pm
Print this E-mail this

নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৪ দফা দাবিতে

বরিশালে নার্সিং শিক্ষার্থীদের পৃথক বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন পালন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার বিচার ও চার দাবি আদায়ের দাবি জানান। পাশাপাশি নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার (মে ১৫) দুপুরে নার্সিং কলেজ ও কলেজের সামনের সড়কে দাঁড়িয়ে পৃথকভাবে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। এ সময় নার্সিং কলেজের শিক্ষার্থীরা বলেন, ৩০ এপ্রিল থেকে সমগ্র বাংলাদেশের নার্সিংয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দাবিতে আন্দোলন করছিলে। ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।
এ সময় যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।  এ ছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। দ্রুত তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন