আসামিদ্বয়কে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ধর্ষনের পর হত্যা ও লাশ গুমের ঘটনায় দু’জনের মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার (সেপ্টেম্বর ১৫) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় প্রদান করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, ২০১৩ সালে জেলার হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামে ভিকটিম নারীকে জোরপূর্বক ধর্ষণ করে কবির আকন ও জব্বার ব্যাপারী। পরে বিষয়টি জানাজানির আশঙ্কায় ওই নারীকে হত্যা করে খালে লাশ পুতে রাখে আসামীরা। তিনি আরও জানান, পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ এর ২ এবং ৩০ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। মোট ১৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যপ্রদান শেষে মামলাটি প্রমাণ হওয়ায় আজ বিজ্ঞ আদালতের বিচারক রাকিব হোসেন আসামী কবির আকন ও জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন। অপরদিকে আদালত কর্তৃক ফাঁসির রায় ঘোষিত হওয়ার পরে ন্যায়বিচার পেয়েছে বলে জানিয়েছেন বাদী পক্ষ।