Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ১, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জাল নোটসহ কারবারিকে ‍পুলিশে দিল জনতা 
Sunday March 23, 2025 , 2:49 pm
Print this E-mail this

তিনি ঢাকা থেকে ৩০ হাজার টাকার জাল নোট নিয়ে এসেছিলেন

বরিশালে জাল নোটসহ কারবারিকে ‍পুলিশে দিল জনতা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ক্রেতা সেজে দোকানদারকে দেওয়ার সময় ১৬ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ কারবারি আশ্রাফুল (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (মার্চ ২২) বিকালে নগরীর পুরান পাড়ার মতাশার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত। গ্রেপ্তার আশ্রাফুল বরিশাল জেলার গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা বলেন, তার সঙ্গে ৩০ হাজার টাকার জাল নোট ছিল। আটকের আগেই ১৪ হাজার টাকা মূল্যমানের জাল নোট দিয়ে বিভিন্ন দোকানদারের কাছ থেকে পণ্য কিনেছেন। পরে তাকে ১৬ হাজার টাকাসহ পুলিশে তুলে দেয়া হয়। তিনি ঢাকা থেকে ৩০ হাজার টাকার জাল নোট নিয়ে বরিশাল নগরীতে এসেছিলেন বলে জানান স্থানীয়রা। ওসি নাজমুল বলেন, আশ্রাফুল মতাশার এলাকার একজন নারীর দোকানে এক হাজার টাকা একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে যায়। তখন নোটটি দেখে দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানায়। এসময় স্থানীয়রা জাল নোটের বিষয়টি নিশ্চিত আশ্রাফুলকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়া হয়। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।




Archives
Image
বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কৃত
Image
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া
Image
বরিশালে কোস্ট গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ
Image
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Image
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী