Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ২:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী আটক 
Saturday August 6, 2022 , 11:08 pm
Print this E-mail this

মোবাইলে মেয়ের সাথে ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে

বরিশালে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামীকে আটক করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শহিদুল ইসলাম। সূত্রে জানা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠি গ্রামের এক মেয়ের সাথে বিবাহের কথা হয়। এর পরে মেয়ে দেখতে এসে ছেলে পক্ষ মেয়েকে পছন্দ হয় নাই মর্মে জানায়। কিন্তু ছেলে মেয়ের ফোন নম্বর সংগ্রহ করে। মোবাইল ফোনে মেয়ের সাথে ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বরিশালের বিভিন্ন স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়ে বিয়ের জন্য ছেলেটি নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে রাজি হয় নাই। ধর্ষণের শিকার ভিকটিম জানান, এ ঘটনায় আমি আত্মহত্যার চেষ্টা করি। তখন ছেলে পক্ষ আমাকে বিয়ে আশ্বাস দেয় এবং বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা করান। এর পরেও আমাকে বিয়ে করতে না মত পোষণ করলে আমি বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যাই। ইউপি চেয়ারম্যান আমাকে ৩০ হাজার টাকা দিয়ে চলে যেতে বলেন। পরে আমি বরিশাল কোতয়ালী মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করি। মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ জুন মেয়েটি বাদী হয়ে ছেলেকে আসামী করে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং : ১৫। এই ঘটনাটি নিয়ে অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার পরে শনিবার বরিশাল নগরীর গীর্জামহল্লা এলাকা থেকে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ঘটনার আসামী ফিরোজ জোমাদ্দারকে আটক করে মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল আমানত ফাড়ির ইনচার্জ উপ-পুলিশ পরির্দশক (এস আই) শহিদুল ইসলাম। মামলার তদন্তকারী কর্তমর্তা আরো জানান, আটককৃত ফিরোজ জোমাদ্দার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামের মৃত ইউনুস জোমাদ্দারের পুত্র। তিনি আটকের বিয়ষটির সত্যতা স্বীকার করে বলেন, আমি অভিযান পরিচালনা করে আসামীকে আটক করেছি। তাকে আদালতের কাছে সোর্পদ করা হবে। বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) লোকমান হোসেন জানান, আসামীকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।




Archives
Image
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ ২ দিনের রিমান্ডে
Image
কীর্তনখোলা নদী কিনেছে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড!
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি
Image
বরিশালের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ