Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩১, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কিশোরকে লোহার রড দিয়ে হামলা : মামলা দায়ের 
Sunday December 29, 2024 , 5:29 pm
Print this E-mail this

তদন্ত সাপেক্ষে আইন আনুগ ব্যবস্থা করা হবে-ওসি, কোতয়ালী থানা

বরিশালে কিশোরকে লোহার রড দিয়ে হামলা : মামলা দায়ের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রড দিয়ে পিটিয়ে মো: আবিয়াত নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। এঘটনায় আহতর মা শাহনাজ বেগম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গত ২৩ ডিসেম্বর রবিবার রাত ৮টায় নগরীর ১৯নং ওয়ার্ডস্থ নাজির মহল্লায় এঘটনাটি ঘটে। মামলায় আসামীরা হলেন-একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ফয়সাল বিন ইসলাম (৪২), বিকাশ চন্দ্র দাস (৪৩) ও মৃত সামছুল আরেফিন বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস (৪০)। মামলার এজাহার সুত্রে জানা যায়, আবিয়াত বিভিন্ন সময়ে বাড়ীর পার্শের মাঠের খালি জায়গায় তাহার বন্ধুদের সাথে ক্রামবোর্ড খেলায়। ঐদিন রাত ৮টায় ফয়সাল বিন ইসলাম মাঠে গিয়ে আবিয়াত অহেতুক কথাবার্তা শুরু করে এবং আজে বাজে কথাবার্তা বলতে থাকে। একপর্যায় কথাকাটাটি হলে আবিয়াত ঐখান থেকে চলে আসে। তার কিছুসময় বাদে আসামী ফয়সাল আবিয়াতের বাসায় গিয়ে ধাক্কা ধাক্কি ও লাথি মারে এবং খুন জখম করার হুমকি দেয়। পরে রাতে সাড়ে ৮টার দিকে ফয়সাল লোহার রড নিয়ে মাঠে উপস্থিত হয় এবং হত্যার উদ্দেশ্যে কিশোরের মাথায় আঘাত করে। এতে তার মাথার হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এই হামলায় ফয়সালকে মদদ দিয়েছে তার সহযোগী বিকাশ চন্দ্র দাস ও কৌশিক বিশ্বাস। ঘটনার পর স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শাহনাজ বেগমের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা। অন্যদিকে এ ঘটনার এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলেও জানা যায়।




Archives
Image
কুমিল্লায় বিএনপি-এনসিপি সংঘর্ষ
Image
বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার
Image
বরিশালে মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় হাজির মা-বাবা
Image
বরিশাল শেবাচিমের অব্যবস্থাপনা ও ভোগান্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
Image
বরিশালে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ