প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে কালচারাল কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু
Friday August 8, 2025 , 12:10 pm
অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন-অসিত বরণ দাশগুপ্ত
বরিশালে কালচারাল কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যা বুধবার থেকে কাজ শুরু করেছে। অভিযোগকারী মুহম্মদ ইমন খন্দকার হৃদয় দাবি করেন, অসিত বরণ দাশগুপ্ত আগের কর্মস্থলেও অনিয়মে জড়িত ছিলেন এবং বরিশালেও ভুয়া ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎসহ একনায়কতান্ত্রিক আচরণে লিপ্ত। এতে শিল্পচর্চা ও সংস্কৃতিপ্রেমী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ তার। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা জানান, প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে কাজ চলছে। সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অসিত বরণ দাশগুপ্ত অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তিনি নিয়ম মেনেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।