প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরগুনা জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ ও বিশেষ কল্যান সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি
Sunday December 1, 2019 , 2:03 pm
বরগুনা জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ ও বিশেষ কল্যান সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গত ২৮-১১-২০১৯ খ্রিঃ বরগুনা জেলায় বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
কুচকাওয়াজ শেষে বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হয়ে যোগদান করেন। ডিআইজি মহোদয় কল্যান সভায় বরগুনা জেলা পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবগত হন এবং বিশেষ দিক-নির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করেন।