Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় স্কুল ছাএী অপহরনে থানায় অভিযোগ না নিয়ে ভিকটিম সহ আসামী ছেড়ে দিলো পুলিশ 
Sunday June 30, 2019 , 8:16 pm
Print this E-mail this

বরগুনায় স্কুল ছাএী অপহরনে থানায় অভিযোগ না নিয়ে ভিকটিম সহ আসামী ছেড়ে দিলো পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্কুল ছাএীকে অপহরনে তিনজনকে আসামী করে থানায় অভিযোগ করেন ছাএীর বাবা। অভিযোগের ভিত্তিত্বে ভিকটিম সহ একজনকে আটক করে থানা থেকে ছেড়ে দিলো পুলিশ। ঘটনাটি বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের বড় গৌরীচন্না গ্রামের মো: হারুন মৃধার কিশোরী কন্যা, ছাএীর বাবা সাংবাদিকদের জানান, গত বৃস্পতিবার দুপুর অনুমান ১:৩০ টার সময় তার ১০ম শ্রেনিতে পড়ুয়া ছাএী গৌরীচন্না মাধ্যমিক বিদ্যালয় থেকে আসার পথে অপহরনকারীরা নিয়ে যায়। বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজির পরে না পেয়ে, গতকাল সন্ধান পেয়ে সকাল ১০টায় বরগুনা সদর থানায় গেলে থানার ওসি অভিযোগ দিতে বলে, তিনি একই উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়া গ্রামের মোতালেব প্যাদার পুত্র সুজন, তার ভাই সহযোগী ইব্রাহীম ও বাবা মোতালেব এর বিরুদ্ধে অভিযোগ দেয় ও থানায় কর্মরত এএস আই সাইফুল ইসলামকে ভিকটিম ও আসামীদের গ্রেফতারের নির্দেশ দেন ওসি। আসামীদের বাড়ী থেকে ভিকটিম সহ ২নাম্বার আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে মামলা এজাহার না করে বাদীকে ভয় দেখিয়ে অপ্রাপ্ত ১৬বছর বয়সী মেয়েকে পূণরায় অপহরনকারীদের হাতে তুলে দিতে বলেন এএসআই সাইফুল। এএসআই সাইফুল জানান, মেয়ের বাবা অভিযোগ প্রত্যাহার করে মেয়েকে নিয়ে যায়। স্থানীয়রা জানান অপহরন করে ধর্ষন করলো মেয়েটিকে মামলা না নিয়ে ছেড়ে দিলো প্রশাসন, এতে আইনের প্রতি আস্থা হাড়িয়ে ফেলবে মানুষ। বর্তমানে মেয়েটি ধর্ষক সুজনের বাড়ীতে রয়েছে। এলাকাবাসী এবিষয় প্রশাসনের সুদৃষ্টি রাখার দাবী জানিয়েছেন। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মো: আবির হোসেন বলেন, মেয়েটির বাবা অভিযোগ প্রত্যাহার করেছেন বলেই তো ছেড়ে দেয়া হয়েছে।




Archives
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ