Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ১০, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় ‘ম্যাগনেটিক পিলার’ সহ আটক ১ 
Friday June 23, 2023 , 8:41 pm
Print this E-mail this

আটক মজিদ গাজীর স্বীকারোক্তি মতে রাতেই বসতঘর তল্লাশি

বরগুনায় ‘ম্যাগনেটিক পিলার’ সহ আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলীতে ব্রিটিশ সময়কালের একটি ‘ম্যাগনেটিক পিলার’সহ মজিদ গাজীকে (৬০) গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (জুন ২২) গভীর রাতে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো: বশির আহম্মেদ ও এসআই জ্ঞান বাবুর নেতৃত্বে একটি চৌকশ টিম আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে। ওই সময় একই গ্রামের মৃত মোমেন গাজীর ছেলে আ: মজিদ গাজীকে আটক করা হয়। পরে আটক মজিদ গাজীর স্বীকারোক্তি মতে রাতেই বসতঘর তল্লাশি করে তার রান্না ঘরে রাখা ব্রিটিশ সময়কালের একটি ম্যাগনেটিক পিলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গোলাকৃতির পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি, প্রস্থ ২৪ ইঞ্চি, ওজন ২১ কেজি ২০০ গ্রাম।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, একটি ম্যাগনেটিক পিলারসহ আটককৃত মজিদ গাজীর বিরুদ্ধে আমতলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Archives
Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ ঘণ্টায় তিন দুর্ঘটনা, ঝরল ৯ প্রাণ
Image
বরিশালে ৯ দিনের বিভাগীয় বইমেলা সমাপ্ত
Image
বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই
Image
বরিশালে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক মতবিনিময় সভা
Image
নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী উত্থান ঠেকাতে বরিশালে যৌথবাহিনীর অভিযান