অর্ধগলিত এবং বিকৃত হয়ে যাওয়ায় মৃত ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যাচ্ছে না
বরগুনায় খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের লোচা গ্রামের খাল থেকে আজ রবিবার (২রা আগস্ট) পুলিশ অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে গ্রামবাসী লোচা গ্রামে বুড়ীশ্বর (পায়রা) নদীর সংযোগ খালের স্লুইসগেটে একটি মরদেহ ভাসছে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। অর্ধগলিত এবং বিকৃত হয়ে যাওয়ায় মৃত ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যাচ্ছে না। মরদেহের ছবি তুলে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।