|
বরগুনার জেলা ও দায়রা জজ মো: আছাদুজ্জামান বুধবার দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন
বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ডের রায়ে সন্তুষ্ট রিফাতের বাবা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় মিন্নিসহ ছয় আসামির সর্বোচ্চ শাস্তি দিয়েছে আদালত। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রিফাতের বাবা ও মামলার বাদী আবদুল হালিম দুলাল শরীফ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মিন্নিসহ ছয় আসামির সর্বোচ্চ শাস্তি হয়েছে।

আমরা এই রায়ে সন্তুষ্ট। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার বলেন, সাক্ষ্য প্রমাণে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি বলেই আদালত ছয়জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। বরগুনার জেলা ও দায়রা জজ মো: আছাদুজ্জামান বুধবার দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি (১৯) ও পাঁচ আসামি মো: রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো: হাসানের (১৯) মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি ছয় আসামির সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন তিনি। এছাড়া এ মামলায় চার মো: মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো: সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন কে (২১) বেকসুর খালাস দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। ওই বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এতে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
Post Views: ০
|
|