Current Bangladesh Time
শনিবার মে ১১, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বাবুগঞ্জের চাঁদপাশায় কিশোর গ্যাং’র মূলহোতা মুন্নাসহ আটক-৫ 
Friday March 20, 2020 , 11:02 am
Print this E-mail this

গ্যাংটির লাগাম এখানেই টেনে দেওয়া উচিৎ, নয়তো অদূর ভবিষ্যতে বরগুনার নয়ন বন্ডকে হার মানাবে তারা

বরিশাল বাবুগঞ্জের চাঁদপাশায় কিশোর গ্যাং’র মূলহোতা মুন্নাসহ আটক-৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার “নয়ন বন্ড” গ্যাং-এর মতই বাবুগঞ্জের চাঁদপাশায় ইউনিয়নের ময়দানের হাট এলাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দিয়ে কিশোরদের সংগঠতির মাধ্যমে গ্যাং সৃষ্টি করে সমাজে বিশৃঙ্খলা করে আসছিলো দীর্ঘদিন যাবৎ আরজিকালিকাপুর গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে মুন্না (২৬)। এরই ধারাবাহিকতায় ১৭ মার্চ বুধবার সকালে মুন্না তার সহযোগীদের নিয়ে ময়দানের হাট বাজারে মহড়া দেয়। এসময় ভিন্ন মতাধর্মী হওয়ায় স্বজল ও সাকিল নামের দুইজনকে বেধরক পিটিয়ে আহত ও সাথে থাকা টাকা পয়সাসহ মোবাইল সেট নিয়ে যায় মুন্না বাহীনি। এঘটনায় ওই দিনই আহত সাকিল এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে বুধবার সকালে দুই দিনের চেষ্টায় কিশোর গ্যাং’র মূলহোতা মুন্নাসহ ছিনতাইয়ের অভিযোগে ৫ জনকে আটক করতে সক্ষম হয় এয়ারপোর্ট থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার এসআই মাইনুল হোসেন বলেন, দুই পক্ষকে নিয়ে থানায় একটি শালিস মিমাংসার কথা রয়েছে। বিষয়টি ওসি স্যার ভালো বলতে পারবেন। ওসি জাহিদ বিন আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য মুন্নাসহ ৫ জনকে আটক করা হয়েছে। এলাকাবাসী জানান, মুন্নার গ্যাংয়ে ছেলেরা না গেলে মারধরসহ অভিভাবকদের হুমকি ধামকি দেওয়ার নজির রয়েছে। আরজিকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অধিকাংশ ছেলেদের নেশাদ্রব জুতার গাম, গাঁজা সেবনে বাধ্য করছে। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করলে প্রতিবাদ করতে পারছে না মুন্না বাহীনির ভয়ে। নাম প্রকাশ না করার স্বার্থে অনেকেই বলেন, মুন্না ভয়ংকার হওয়ার পিছনের আশ্রয়দাতা হলেন তার চাচা ওই বিদ্যালয়ের মনির মাষ্টার, নান্নু ও মোসলেমসহ কয়েকজন স্থানীয় প্রভাবশালি। স্থানীয় সাধারণদের দাবি শতাধীক কিশোরদের নিয়ে গড়ে উঠা গ্যাংটির লাগাম এখানেই টেনে দেওয়া উচিৎ। নয়তো অদূর ভবিষ্যতে বরগুনার নয়ন বন্ডকে হার মানাবে তারা।




Archives
Image
বরিশালে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত
Image
চাকরির প্রলোভনে ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের নামে মামলা
Image
নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব
Image
বিমানবন্দরে ময়লার ঝুড়িতে মিলল ৭০ লাখ টাকার সোনা