প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরগুনায় মাদক ব্যবসায়ী/সেবীদের আত্মসমর্পন, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, মাদক ও গুজব বিরোধী সুধী সমাবেশে বরিশাল রেঞ্জ ডিআইজি
Friday November 29, 2019 , 8:25 pm
বরগুনায় মাদক ব্যবসায়ী/সেবীদের আত্মসমর্পন, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, মাদক ও গুজব বিরোধী সুধী সমাবেশে বরিশাল রেঞ্জ ডিআইজি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা জেলায় মাদক ব্যবসায়ী/সেবীদের আত্মসমর্পন, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, মাদক ও গুজব বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান করেন। গত ২৮/১১/২০১৯ খ্রিঃ তারিখ বিকাল ৩ ঘটিকায় বরগুনা জেলাধীন বেতাগী থানার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদক ব্যবসায়ী/সেবীদের আত্মসমর্পন, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, মাদক ও গুজব বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয়।
মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম। উল্লেখ্য, অনুষ্ঠানে ৯ জন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। ডিআইজি মহোদয় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের ফুল দিয়ে স্বাগত জানান এবং তাদের সেলাই মেশিন দিয়ে পুনর্বাসিত করেন। পুনরায় মাদক সংক্রান্ত ব্যাপারে জড়িত না থাকলে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ডিআইজি মহোদয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেতাগী, বরগুনা; মেয়র, বেতাগী পৌরসভা; উপজেলা নির্বাহী অফিসার, বেতাগী, বরগুনা; অধ্যক্ষ, বেতাগী সরকারী কলেজ, বেতাগী, বরগুনা; সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরাম, বেতাগী, বরগুনাসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।