Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ১০, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় আ.লীগের সম্মেলনে সাবেক কমিটি বহাল 
Wednesday November 16, 2022 , 6:21 pm
Print this E-mail this

চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

বরগুনায় আ.লীগের সম্মেলনে সাবেক কমিটি বহাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্পাদক পদে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও সভাপতি পদে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ আগের কমিটি বহাল রাখা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত চিঠিতে তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যেও সাবেক কমিটির সভাপতি ও সম্পাদকের পথ বহাল রেখে যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম সরোয়ার টুকুর নাম রেখে কমিটি ঘোষণা করেন। জানা গেছে, সার্কিট হাউস ময়দানে সকাল ১১টা ২০ মিনিটে প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসনগ্রহণ করেন। এরপর কোরআন তেলায়াত, গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সম্মেলন সফল করতে বরগুনার পাঁচটি উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি সম্পাদকের নাম বহাল রেখে সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুকে নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নাম উল্লেখ করে ঘোষণা দেওয়া হয়।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেলে তিন সদস্যের নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান প্রমুখ। বরগুনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৪ সালের ১৫ নভেম্বর। ওই সম্মেলনে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে পূণরায় সাধারণ সম্পাদক করা হয়।




Archives
Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ ঘণ্টায় তিন দুর্ঘটনা, ঝরল ৯ প্রাণ
Image
বরিশালে ৯ দিনের বিভাগীয় বইমেলা সমাপ্ত
Image
বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই
Image
বরিশালে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক মতবিনিময় সভা
Image
নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী উত্থান ঠেকাতে বরিশালে যৌথবাহিনীর অভিযান