প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে আলোচনা সভা ও দোয়া
Wednesday August 23, 2023 , 5:49 pm
সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে আলোচনা সভা ও দোয়া
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার বিকালে আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শাহজামাল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি তালুকদার মো: দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদী শাহীন রেবেকা চৈত্রী, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আ: আউয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস খান। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।