Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুকের ছবি-ভিডিও গুগলে সেভ করবেন যেভাবে 
Monday October 18, 2021 , 12:18 pm
Print this E-mail this

এই ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও ছাড়াও বিভিন্ন ধরণের পোস্ট, ইভেন্ট এবং নোট স্থানান্তর করা যায়

ফেসবুকের ছবি-ভিডিও গুগলে সেভ করবেন যেভাবে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পছন্দের নানা ছবি ও ভিডিও আপলোড করেন ব্যবহারকারীরা। এমন কিছু সময় আছে যখন আপনি অনলাইনে আপলোড করা আসল ছবিগুলো হারিয়ে ফেলতে পারেন।

তবে ফেসবুকে এমন ফিচার রয়েছে যার মাধ্যমে ফেসবুকে পোস্ট করা ছবি ও ভিডিও গুগলের মত প্ল্যাটফর্মে সেভ করে রাখতে পারবেন। এই সোশ্যাল মিডিয়া আপনাকে ‘আপনার তথ্যের একটি অনুলিপি স্থানান্তর করুন’ (Transfer a Copy of Your Information) টুল ব্যবহার করে তথ্যের একটি অনুলিপি অন্য জায়গায় স্থানান্তর করার সুযোগ দেয়।

এই ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও ছাড়াও বিভিন্ন ধরণের পোস্ট, ইভেন্ট এবং নোট স্থানান্তর করা যায়।

ফেসবুকে পোস্ট করা ছবি-ভিডিও গুগলে সেভ বা স্থানান্তর করবেন যেভাবে :

প্রথম ধাপ

ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফেসবুকে লগ-ইন করুন। এবার উপরে ডান দিক থেকে Setting & Privacy থেকে Setting এ ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ

এবার বাম দিকের Privacy ট্যাব থেকে Your Facebook Information এ ক্লিক করুন।

তৃতীয় ধাপ

এখান থেকে Transfer a Copy of Your Information এর পাশে View বাটনে ক্লিক করুন। এবার Transfer a copy of your information পেইজ থেকে Choose Destination নির্বাচন করুন।

চতুর্থ ধাপ

আপনি যদি আপনার সব ফেসবুক ছবি এবং ভিডিও স্থানান্তর করতে চান তাহলে আপনি গুগল ফটো নির্বাচন করতে পারেন।

পঞ্চম ধাপ

নির্বাচন প্রক্রিয়া শেষ হলে Next বাটনে ক্লিক করে আপনার গুগল ফটো অ্যাকাউন্টে সাইন ইন করুন। আপনার গুগল ফটোতে যোগ করার জন্য আপনাকে ফেসবুকের অনুমতি দিতে বলা হবে। শেষ পর্যন্ত আপনাকে আপনার স্থানান্তর নিশ্চিত করতে হবে।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!