Current Bangladesh Time
রবিবার জানুয়ারি ৪, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফের সমালোচনার মুখে ঢালিউড অভিনেত্রী পরীমনি 
Thursday November 13, 2025 , 1:21 pm
Print this E-mail this

নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসা তার নতুন কিছু নয়

ফের সমালোচনার মুখে ঢালিউড অভিনেত্রী পরীমনি


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার রয়েছে বেশ সরব উপস্থিতি। প্রায়ই তাকে দেখা যায়, ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকতে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক গায়কের সঙ্গে তার গান গাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। তা নেটিজেনদের মাঝে তাকে ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা। যদিও পরীমনির নানা কর্মকাণ্ডের জেরে আলোচনায় আসা নতুন কিছু নয়।

ব্যক্তিগতজীবন, বিশেষ করে তার একাধিক বিয়ে, বিচ্ছেদ এবং বর্তমানে ‘সিংগেল মাদার’ হিসেবে জীবনযাপন—সব কিছুই ভক্ত ও সমালোচকদের আগ্রহের কেন্দ্রে থাকে। সম্প্রতি নিজের জন্মদিন জাঁকজমকভাবে একাধিক দিন ধরে উদযাপন করেও অভিনেত্রী আলোচনায় ছিলেন। সামাজিক মাধ্যমে ৩২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, পরীমনি নিজেই সেলফি মোডে ভিডিওটি ধারণ করছিলেন। একটি অনুষ্ঠানে লাইভ মিউজিক উপভোগ করছিলেন অভিনেত্রী। সেখানে একটি সংগীত পরিবেশন করা হচ্ছিল।  ভিডিওর একপর্যায়ে একজন গায়ক মাইক্রোফোন হাতে পরীমনির কাছে চলে আসেন এবং গান গাইতে শুরু করেন। পরীমনিও সেই সময় হাসিমুখে সেই গায়কের সঙ্গে কণ্ঠ মেলান। দু’জনকে একসঙ্গে জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’-এর কয়েকটি লাইন গাইতে শোনা যায়। এ সময় সেই গায়ক পরীমনির দিকে হাত বাড়িয়ে দিলে অভিনেত্রী গায়কের হাত ধরেন। দু’জনই সেই মুহূর্তটি বেশ উপভোগ করেন। গায়ক ও ক্যামেরার দিকে আঙুল তুলে পরীমনি গাইতে থাকেন—‘এই মন তোমাকে দিলাম’, ভিডিওটি প্রকাশের পর ক্যাপশনে অভিনেত্রী লেখেন—এই প্রেম তোমাকে দিলাম। সামাজিক মাধ্যমে এ ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই পরীমনির এই স্বতঃস্ফূর্ত মুহূর্তের প্রশংসা করলেও একটি বড় অংশ তার এই ভঙ্গিমাকে সহজভাবে নেননি। বিশেষ করে, গায়কের সঙ্গে তার এই ঘনিষ্ঠতাকে অনেকেই ‘অতিরিক্ত’ কিংবা ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন। একাধিক নেটিজেন তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা ধরণের নেতিবাচক মন্তব্য করেছেন।  এক নেটিজেন লিখেছেন—গান করো ভালো কথা, গায়ে উঠেপড়ে করে কেন? আরেক নেটিজেন তার ব্যক্তিগতজীবনকে ইঙ্গিত করে লিখেছেন—পরীমনির প্রেম আর শেষ হয় না।




Archives
Image
বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কৃত
Image
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া
Image
বরিশালে কোস্ট গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ
Image
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Image
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী