প্রচ্ছদ » স্লাইডার নিউজ » ফিলিস্তিনদের প্রতি সংগতি প্রকাশ করে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল
Friday October 13, 2023 , 4:29 pm
ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদে
ফিলিস্তিনদের প্রতি সংগতি প্রকাশ করে পিরোজপুরের কাউখালীতে বিক্ষোভ মিছিল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুরের কাউখালী উপজেলার জাগ্রত মুসলিম জনতা। শুক্রবার জুমার নামাজের পরে (অক্টোবর ১৩) উপজেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল এসে কাউখালী দক্ষিণ বাজার হাই স্কুল মাঠে এসে একত্রিত হয় কয়েক হাজার মুসল্লী পরে জাগ্রত মুসলিম জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার হাইস্কুল প্রাঙ্গণে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, মুফতি মাওলানা ওমর ফারুক সহ বিভিন্ন মসজিদের ইমামগণ বক্তব্য রাখেন।