প্রচ্ছদ » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের ধন্যবাদ
Wednesday April 22, 2020 , 3:15 pm
এ সময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের ধন্যবাদ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরণের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।