Current Bangladesh Time
শনিবার মে ১১, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রতিদিনই হাসপাতাল পরিদর্শন করতে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কদের নির্দেশ 
Tuesday August 30, 2022 , 3:45 pm
Print this E-mail this

পরিদর্শন প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) বরাবর প্রেরণের নির্দেশ

প্রতিদিনই হাসপাতাল পরিদর্শন করতে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কদের নির্দেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রতিদিনই হাসপাতাল পরিদর্শনের জন্য সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কদের নির্দেশ প্রদান করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিদর্শন প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) বরাবর প্রেরণ করতেও বলা হয়েছে ওই নির্দেশনায়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: মো: সামিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনার চিঠি ইতমধ্যেই সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, হাসপাতাল পরিচালক ও তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জেলা সিভিল সার্জনরা সপ্তাহে ৬ দিনই ও তত্ত্বাবধায়করা প্রতিনিদনই তাদের নিয়ন্ত্রনাধীন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা সপ্তাহে ৬ দিনই তার নিয়ন্ত্রনাধীন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও হাসপাতাল পরিদর্শন করবেন। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালকরা তার অধিনস্থ প্রতিষ্ঠান ও হাসপাতাল সমূহ প্রতি মাসে কমপক্ষে ৮ দিন পরিদর্শন করবেন। পরিদর্শনের পর পরিদর্শন প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) বরাবর প্রেরণ করতে বলা হয়েছে।




Archives
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান
Image
বরিশালে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত
Image
চাকরির প্রলোভনে ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের নামে মামলা