Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক কর্মকাণ্ডে এ‌গিয়ে যাচ্ছে-ডিআই‌জি, ব‌রিশাল রেঞ্জ 
Wednesday January 11, 2023 , 11:31 am
Print this E-mail this

জেলা পু‌লিশের আয়োজনে আন্তঃ‌জেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে

পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক কর্মকাণ্ডে এ‌গিয়ে যাচ্ছে-ডিআই‌জি, ব‌রিশাল রেঞ্জ


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি এস.এম আক্তারুজ্জামান বলেন, বিগত সময়ের থেকে পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক অন্যান্য কর্মকাণ্ডে অনে‌ক এ‌গিয়ে যাচ্ছে। যেমন-কাবা‌ডিসহ কিছু ট্র্যাডিশনাল গেম, কালের বিবর্তনে যা হা‌রিয়ে যা‌চ্ছে, সেগুলো পু‌লিশই আবার ফি‌রিয়ে আনছে। আমরা সকল ধরনের খেলাধুলায় মনোযোগি। প্রধানমন্ত্রীও পু‌লিশের জন‌্য আলাদা স্পোর্টস কমপ্লেক্স করার চিন্তা করেছেন। সেটি হলে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় আরও গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখতে পারবে। বুধবার (জানুয়া‌রি ১১) সকালে নগদ এর সহযোগিতায় জেলা পু‌লিশের আয়োজনে ‌আন্তঃ‌জেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এ সব কথা বলেন তি‌নি। নগদকে ধন‌্যবাদ জা‌নিয়ে ডিআই‌জি বলেন, আজকের মতো ভবিষ‌্যতেও আপনারা থা‌কবেন আমাদের পাশে। খেলাধুলার জন‌্য মাঠের স্বল্পতা থাকায় আমাদের এ মাঠে আমাদের ছেলেদের পাশাপা‌শি বা‌হিরের ছেলেরাও খেলাধুলা করছে। আমরা এ মাঠ‌টিকে আগের থেকে অনেক উন্নত করে‌ছি, ভ‌বিষ‌্যতেও এ ধারা অব‌্যাহত থাকবে। জেলা পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলা‌ম-‌বি‌পিএম এর সভাপতিত্বে এতে বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন-ব‌রিশাল রেঞ্জের অ‌তি‌রিক্ত ডিআই‌জি মো: ফারুক উল হক-‌পি‌পিএম, নগদ লি‌মিটেডের এক্সটার্নাল অ‌্যাফেয়ার্স ডি‌ভিশনের প‌রিচালক লে. কর্নেল (অব.) মো: কাওসার সওকত আলী, অ‌তি‌রিক্ত প‌রিচালক এম মাহবুব আলম-‌পি‌পিএম, ব‌রিশাল জেলা ক্রিড়া অ‌ফিসার হুসাইন আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলার অ‌তি‌রিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার। উল্লেখ‌্য, এ টুর্নামেন্টে ছয় জেলার ৬টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর সদস‌্যদের এক‌টিসহ মোট ৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম‌্যা‌চটি পিরোজপুর ও ঝালাকা‌ঠি জেলা পু‌লি‌শ দলের মধ্যে অনুষ্ঠিত হয়।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস