Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুলিশ দিয়ে প্রতিপক্ষকে ডাকাতি-মাদক মামলার আসামি করাতেন নানক 
Tuesday September 3, 2024 , 7:51 pm
Print this E-mail this

জমি দখল করতে না পেরে সেই জমির ওয়ারিশদের বিভিন্ন সময় মামলা করে হয়রানি

পুলিশ দিয়ে প্রতিপক্ষকে ডাকাতি-মাদক মামলার আসামি করাতেন নানক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে। জমি দখল করতে না পেরে সেই জমির ওয়ারিশদের বিভিন্ন সময় মামলা করে হয়রানি করেন নানক। এছাড়া পুলিশ দিয়ে প্রতিপক্ষকে অস্ত্র-ডাকাতি-মাদক মামলার আসামি করাতেন নানক। মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ভুক্তভোগী কামরুল ইসলাম হিরণ, হারুন আকবর ও নেহার বেগম। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডের মুহুরী বাড়ির মৃত জুলমত আলীর ওয়ারিশগণদের ১৩৯ শতাংশ জমি দখলের জন্য চেষ্টা চালিয়ে আসছেন জাহাঙ্গীর কবির নানক ও তার ভাই নাসির আহমেদ লিটু। নানকের বাবা বজলুর রহমান সন্যামত বরিশাল কালেক্টরেট অফিসের কর্মচারী হওয়ার সুযোগে জুলমত আলীর নামের ১৩৯ শতাংশ জমির কাগজপত্রে গরমিল করেন। এরপর থেকে শুরু হয় জমি দখলের পাঁয়তারা। দখলে নিতে না পেরে প্রথমে নানকের বাবা ও পরে নানক ও তার ভাই মিলে জমি দখলে নিতে মামলা চালিয়ে আসছে। ভুক্তভোগীরা আরও জানান, নানক বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে জুলমত আলীর ওয়ারিশদের বিভিন্ন মামলায় আসামি করেছেন। দ্রুত জমির মামলা অবসানের পাশাপাশি হয়রানির বিচার চান তারা।

সূত্র : যুগান্তর




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন