Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুর কাউখালীর নাঙ্গুলী দরবার শরীফের বার্ষিক মাহফিল 
Sunday November 14, 2021 , 5:50 pm
Print this E-mail this

দূর-দূরান্তের মুসল্লীদের জন্য দুই দিন থাকা খাওয়ার সুব্যবস্থা

পিরোজপুর কাউখালীর নাঙ্গুলী দরবার শরীফের বার্ষিক মাহফিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন নাঙ্গুলী দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল। আগামী মঙ্গলবার (নভেম্বর ১৬) বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হয়ে বুধবার (নভেম্বর ১৭) গভীর রাত পর্যন্ত চলবে এ মাহফিলের কার্যক্রম। নাঙ্গুলী দরবার শরীফের পীর আলহাজ্ব মাওঃ আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে তাশরীফ আনবেন শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী, পীর সাহেব, ফুরফুরা শরীফ, ভারত। আলহাজ্ব হযরত মাওঃ হাফেয আবু মূসা আশয়ারী, পীর সাহেব, জৈনপুর, ভারত। আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ মাহমুদুল হাসান ফেরদাউস, পীর সাহেব, মোকামিয়া দরবার শরীফ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা নূরুল হক খান সাহেব, পীর সাহেব, চৈতা দরবার শরীফ। মুফাসসীরে কুরআন মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ বোখারী, পীর সাহেব, পাঙ্গাশিয়া দরবার শরীফ। আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আযাদ, সভাপতি, ইসলামী সাংস্কৃতিক জোট। মুফাসসীরে কুরআন জন্মান্ধ হাফেয মাওলানা বাকি বিল্লাহ, শাহ সাহেব, সিদ্দিকিয়া- কুদ্দুসিয়া দরবার শরীফ, লক্ষ্মীপুর-নোয়াখালী। এছাড়া আরো দেশ বরেণ্য ওলামা-মাশায়েখ ও ওয়ায়েজীনে কিরাম তাশরীফ এনে ওয়াজ নসীহত করবেন। মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওঃ আবুল হাসান মোঃ নাসরুল্লাহ উক্ত মাহফিলে দল-মত-ছিলছিলা নির্বিশেষে সকলকে  উপস্থিত হওয়ার জন্যে বিনীত আমন্ত্রণ জানিয়েছেন। প্রসঙ্গত, ২ দিন ব্যাপী মাহফিলের প্রতিদিন মাহফিল শেষে তাবারকের ব্যবস্থাসহ দূর-দূরান্তের মুসল্লীদের জন্য দুই দিন থাকা খাওয়ার সুব্যবস্থা আছে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন