এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে সাংবাদিকের দাবি
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকের বসতঘর পুড়ে ছাই!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় দৈনিক মানবজমিন পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি নাজমুল আহসান কবিরের একটি পরিত্যক্ত বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত সাংবাদিক দাবি করেছেন। জানাগেছে, সাংবাদিক নাজমুল আহসান কবির ও ডাঃ ফাতিমা কবির চৌধুরী দম্পতি পৌর শহরের গয়ালীপাড়ায় একটি কাঠের ঘরে বসবাস করতেন। সম্প্রতি পাশেই নতুন তিনতলা একটি ভবন নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ পাশের পরিত্যক্ত ঘরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের ফার্নিচার সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।