প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ে স্ট্রোক করে সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু
Wednesday June 26, 2024 , 8:27 pm
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন
পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ে স্ট্রোক করে সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে স্ট্রোক করে মারা গেছেন মো: আলতাফ হোসেন (৫৬) নামে একজন সহকারী প্রধান শিক্ষক। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শেষে শিক্ষকদের বসার কক্ষে তিনি মৃত্যুবরণ করেন। বুধবার (জুন ২৬) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ওই বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, আলতাফ হোসেন শ্রেণিকক্ষে পাঠদান শেষ করে অফিস কক্ষে বসেন। এ সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।