Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে পুরাতন ইট দিয়ে ড্রেনের কাজ করার অভিযোগ 
Saturday May 20, 2023 , 4:06 pm
Print this E-mail this

অতিরিক্ত সময় ক্ষেপণ ও পুরাতন ইট ব্যবহার করায় ঠিকাদার প্রতিষ্ঠানকে নোটিশ

পিরোজপুরের কাউখালীতে পুরাতন ইট দিয়ে ড্রেনের কাজ করার অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী সদরে পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আদর্শ নিম্ন মাধ্যমিক ও কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় দেড়শ ফুট ড্রেন নির্মাণের কাজ পুরাতন ইট ব্যবহার করার স্থানীয় জনগণ বিক্ষিপ্ত হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা গেছে, ভবন ভাঙ্গার পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে মেসাস কাজী এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, পুরাতন ইট ব্যবহার করে ড্রেন নির্মাণ কাজ করা যাবে না। তিনি আরো জানান, অতিরিক্ত সময় ক্ষেপণ ও পুরাতন ইট ব্যবহার করার কারণে ঠিকাদার প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে একাধিকবার ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে মোবাইল করলে মোবাইল রিসিভ করেনি। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু জানান, বিষয়টা খুবই দুঃখজনক। সদর রাস্তার ড্রেন ঠিকাদার প্রতিষ্ঠান এভাবে করে কিভাবে? বিষয়টা আমি দেখছি। এদিকে ওই প্রতিষ্ঠান কাউখালী বাজারে ভিতরে ড্রেনে কাজ করে অধিকাংশ ড্রেনের উপর ঢাকনা দেয়নি। ফলে ড্রেনের ভিতর ময়লা আবর্জনা ফালাবার ফলে মশা মাছি সহ বিভিন্ন ধরনের জীবানু তৈরি হচ্ছে। পানি চলাচলের বিঘ্ন ঘটছে।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন