প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে দুই সন্তানের জননী নিখোঁজ, হতাশায় পরিবার
Wednesday June 28, 2023 , 7:08 pm
অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে-মো: জাকারিয়া, ওসি, কাউখালী থানা
পিরোজপুরের কাউখালীতে দুই সন্তানের জননী নিখোঁজ, হতাশায় পরিবার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের আব্দুল মালেক মীরের মেয়ে দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস লিপি (৩২) গত ২০ জুন থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে লিপির মা নিলুফা বেগম বাদী হয়ে গত ২৬ জুন কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, খুলনায় আমার মেয়ে ও মেয়ের জামাই তাদের সন্তান নিয়ে ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। একই ফ্লাটে ভাড়াটিয়া লিজা আক্তার (২৭), পিতা মো: শাহ আলম সাথে সখ্যতা গড়ে ওঠে। সেই সুবাদে আমাদের গ্রামের বাড়িতে লিজা আক্তার বেড়াতে আসত। সর্বশেষ পূর্বের ন্যায় বেড়াতে এসে গত ২০ জুন আমার মেয়ে বাড়ি থেকে লিজার সাথে যায়। তারপর থেকে আমরা বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করি কিন্তু এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। মা নিখোঁজ হওয়ায় দুই সন্তান সহ পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন। এ ব্যাপারে কাউখালী থানায় ওসি মো: জাকারিয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।