|
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে দিকনির্দেশনা ও সচেতনতামূলক কর্মশালা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী দিকনির্দেশনা ও সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত। কাউখালী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে দিনব্যাপী দিকনির্দেশনা ও সচেতনামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী আজিজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।
Post Views: ০
|
|