প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অসহায় নারীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
Friday June 16, 2023 , 5:51 pm
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ চারা বিতরণ
পিরোজপুরের কাউখালীতে অসহায় নারীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শুক্রবার (জুন ১৬) সকালে উপজেলার কচুয়াকাঠি ও উজিয়ালখান গ্রামের শতাধিক অসহায় নারীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। চারার মধ্যে রয়েছে পেয়ারা ও লেবু গাছের চারা। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনান্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী অধ্যাপক কুমকুম ভট্টাচার্য, মাহফুজা মিলি, ছায়া সমাদ্দারসহ আরও অনেকেই। নারীরা হাতে চারা পেয়ে খুবই খুশি।