Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি : ৫ হাজার টাকা জরিমানা 
Saturday October 30, 2021 , 2:50 pm
Print this E-mail this

ক্রেতার সামনেই এম আর পির মূল্যে কেটে দিয়ে ৩০০ টাকা লিখে সেই দামেই ওষুধটি বিক্রি

পিরোজপুরের কাউখালীতে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি : ৫ হাজার টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীর পারুল মেডিকেল হলের মালিক মাসুদকে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করার অভিযাগে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছেন। জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার আমড়াজুরি এলাকার গোপাল নামের এক ব্যক্তি তার গরুর জন্য প্যানাফিন নামের লিকুইড ওষুধ কেনার জন্য দক্ষিণ বাজারের পারুল মেডিকেল হলে যান। এসময় ওই দোকানের মালিক মাসুদ প্যানাফিন ওষুধের নির্ধারিত মূল্য ২০০ টাকা লেখা থাকলেও তিনি ক্রেতার সামনেই এম আর পির মূল্যে কেটে দিয়ে ৩০০ টাকা লিখে সেই দামেই ওষুধটি বিক্রয় করেন। এ বিষয়টি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রশাসনকে অবহিত করা হলে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ওই দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়টি মাসুদ টের পেয়ে দোকান থেকে সটকে পড়েন। পরে স্থানীয় ব্যবসায়ীরা মাসুদকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে হাজির করলে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করার বিষয়টি প্রমানিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা বলেন, উপজেলার দক্ষিণ বাজারের পারুল মেডিকেল হলের মালিক মাসুদকে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।




Archives
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন