Current Bangladesh Time
বুধবার আগস্ট ১৩, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর 
Wednesday February 5, 2025 , 9:29 pm
Print this E-mail this

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ-ওসি

পিরোজপুরের কাউখালীতে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় হাবিবা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি ৫ ) সকালে কাউখালী উপজেলার নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওই শিশুর মৃত্যু হয়। নিহত হাবিবা কাউখালী উপজেলা সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে ও গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মায়ের সাথে তার এক আত্মীয়কে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠিয়ে দেওয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাবিবা মারা যায়। এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার ড্রাইভারসহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন
Image
দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা