এ যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটা ও মাড়াই একই সাথে সম্ভব
পটুয়াখালীর রাঙ্গাবালীতে উন্নয়ন সহায়তার মাধ্যমে কম্বাইন হারভেস্টর বিতরণ
মো: রিফাত, অতিথি প্রতিবেদক : উপজেলা কৃষি অফিসের আয়োজনে শনিবার, ২৫ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে কম্বাইন হারভেস্টর’র চাবি হস্তান্তর করা হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উন্নয়ন সহায়তার মাধ্যমে একজন কৃষককে কম্বাইন হারভেস্টর বিতরণ করা হয়। সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো: মাশফাকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহিরউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমান মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: জুয়েল ও কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন সহায়তার মাধ্যমে যন্ত্রটি বিতরণ করা হয়। এ যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় ১ একর জমির ধান কাটা ও মাড়াই একই সাথে সম্ভব।