Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষক নিহত 
Saturday January 18, 2020 , 11:54 am
Print this E-mail this

পটুয়াখালীতে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিক্ষক নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে অনুপ কুমার রক্ষ্যিত (৪০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর শেখ কামাল সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। অনুপ কুমার দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র রক্ষ্যিতের ছেলে ও পটুয়াখালী গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের ইনষ্ট্রাকটর। ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব-১১-১৭৯৫) ও বাসের ড্রাইভার রবিউল ইসলামকে (৪০) আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। স্থানীয়দের সূত্রে জানা যায়, অনুপ কুমার নার্সিং শিক্ষকদের ট্রেনিং শেষে বরিশাল থেকে বিআরটিসি বাস যোগে কুয়াকাটায় ফিরছিল। এসময় বাসটি কলাপাড়ার শেখ কামাল সেতুর কাছে এসে থামলে তিনি নিচে নামেন। পরে বাসটি আবার কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে তিনি দৌড়ে বাসে উঠতে গিয়ে পা ফসকে পরে তার শরীরের এক অংশ বাসের নিচে ঢুকে যায়। এসময় তার শরীরের উপর দিয়ে চলন্ত বাসের চাকা উঠে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। পরে রাত নয়টায় পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। এঘটনায় বাসের ড্রাইভারকে আসামী করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!