Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ২, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিজের নাম বদলে ফেললেন দীপিকা পাড়ুকোন 
Friday November 27, 2020 , 8:07 pm
Print this E-mail this

হঠাৎ টুইটারে নিজের নাম বদলে দিলেন কেন বলিউড অভিনেত্রী?

নিজের নাম বদলে ফেললেন দীপিকা পাড়ুকোন


মুক্তখবর বিনোদন ডেস্ক :  নাম হলো ‘দীপিকা পাড়ুকোন’। হয়ে গেলো ‘তারা‘। হঠাৎ টুইটারে নিজের নাম বদলে দিলেন কেন বলিউড অভিনেত্রী? বাস্তবিকই নিজের নাম পাল্টে ফেললেন নাকি তিনি!

পাঁচ বছর হয়ে গেল। সেই কর্সিকায় দেখা হয়েছিল ‘তারা’ আর ‘বেদ’-এর। তারপর কত্ত ‘তমাশা‘! আজ সেই স্মৃতিচারণ করলেন ‘তমাশা‘ ছবির অভিনেত্রী। যাঁর চরিত্রের নাম ছিল ‘তারা‘। বেদের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কপুর।

এই ছবিতে রণবীর কপুরের অভিনয় নিয়ে তুমুল প্রশংসা হয়েছিল তখন। অন্যদিকে গল্প বলার অভিনবত্ব, ছবি নির্মাণের কৌশল, গানের ব্যবহার—সব মিলিয়ে পরিচালক ইমতিয়াজ আলির ঝুলি ভরে উঠেছিল প্রশংসায়। বিশেষ করে, ‘আগর তুম সাথ হো‘ গানটির শুরুর মুহূর্তের দৃশ্যায়নের ক্লিপিংটি আজও ইউটিউবে ব্যপক জনপ্রিয়। এআর রহমানের সুরে পাগল হয়ে গিয়েছিলেন দর্শক। সামাজিক ইস্যু নিয়ে তৈরি সেই ছবিটির পাঁচ বছর বয়স হল শুক্রবার। নিজের টুইটারের নাম বদলের মধ্যে দিয়েই জন্মদিনটি পালন করলেন দীপিকা। শুধু তাই নয়, টুইটারের ছবিটিও বদলে দিলেন। ‘তমাশা‘ ছবির একটি পোস্টার আপলোড করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কপুর আর দীপিকা একে অপরের ঘাড়ে হাত দিয়ে রয়েছেন আর হাসছেন। রণবীর ও দীপিকার অনুগামীরা টুইটারে হ্যাশট্যাগ ‘ফাইভ ইয়ার্স অফ তমাশা‘ লিখে ট্রেন্ডিং চালু করে দিয়েছেন এদিন সকাল থেকে। কেউ কেউ আবার বলছেন, এই ছবিটা তাঁদেরকে জীবনের আসল অর্থ বুঝতে সাহায্য করেছে।

সূত্র : আনন্দবাজার




Archives
Image
বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কৃত
Image
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া
Image
বরিশালে কোস্ট গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ
Image
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Image
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী