Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ১:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নতুন পোশাকে কনস্টেবলকে বিদায়, ফুল দিয়ে সাজানো হয় পুলিশ পিকআপটি 
Monday August 2, 2021 , 7:20 pm
Print this E-mail this

দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবন শেষে অবসরে গেলেন কনস্টেবল ফরিদ উদ্দিন

নতুন পোশাকে কনস্টেবলকে বিদায়, ফুল দিয়ে সাজানো হয় পুলিশ পিকআপটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবন শেষে অবসরে গেলেন কনস্টেবল ফরিদ উদ্দিন। তার এ বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। সোমবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে শেষ কর্মস্থল থেকে ফরিদ উদ্দিনকে বিদায় জানান সহকর্মীরা। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের ছেলে পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দিন। জীবনের ৩৭ বছর ২৩ দিন চলে গেছে চাকরিতে। সোমবার অবসরোত্তর (পিআরএল) ছুটিতে যান তিনি। নতুন কাপড়ে বিদায় জানাতে তাকে পাঞ্জাবি-পাজামা ও টুপি উপহার দেয়া হয়। নামাজ পড়তে জায়নামাজ-তসবিহ এবং পরিবারের সদস্যদের জন্য পৃথক উপহারসামগ্রীও দেয়া হয়। কনস্টেবল ফরিদ উদ্দিনকে বাড়ি পৌঁছে দিতে ফুল দিয়ে সাজানো হয় ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত পুলিশ পিকআপটি। ফরিদ উদ্দিনের বাড়িতে যাওয়ার সড়কটি প্রশস্ত না হওয়ায় গাড়ি সেখানে ঢুকতে পারবে না। তাই গাড়ির পাশাপাশি একটি সিএনজিচালিত অটোরিকশা ফুল ও বেলুন দিয়ে সাজানো হয় তাকে ঘর পর্যন্ত পৌঁছে দিতে। বেলা ১১টার দিকে ওসির কক্ষ থেকে বের হয়ে যান কনস্টেবল ফরিদ উদ্দিন। সুসজ্জিত ওসির পিকআপটির সামনের আসনে তিনি বসেন, পেছনের আসনে বসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাদের সঙ্গে গাড়িতে ওঠেন পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার ও পরিদর্শক (অপারেশন) সোহরাব হোসাইন। সুসজ্জিত পিকআপটি সামনে ও পেছনে থাকে সাজানো সিএনজিচালিত অটোরিকশাটি। সদর মডেল থানা পুলিশ সদস্যরা ফরিদ উদ্দিনকে থানার শেষ সীমানা উজানিসার পর্যন্ত গিয়ে বিদায় দিয়ে আসেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে অবসরে যাওয়া পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন চাকরিজীবনে সুখ-দুঃখের মাঝে কাটিয়েছি। আজ আমার চাকরির শেষ দিনে আমাকে যে সম্মান দেখানো হয়েছে তাতে সারাজীবনের দুঃখ ভুলে গেছি। এজন্য সদর মডেল থানার ওসি স্যারসহ পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর পুলিশ বাহিনীতে সফলতার সঙ্গে কাজ করেছেন কনস্টেবল ফরিদ উদ্দিন। তার বিদায়লগ্ন স্মরণীয় করে রাখতে আমাদের এ আয়োজন ছিল। পাশাপাশি অন্যান্য পুলিশ সদস্য তার এই বিদায়ের আয়োজন দেখে অনুপ্রাণিত হবেন।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল