Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেহব্যবসার অভিযোগে বলিউড অভিনেত্রী গ্রেপ্তার 
Wednesday April 19, 2023 , 1:03 pm
Print this E-mail this

উঠতি মডেলদের দেহব্যবসায় নামার প্রলোভন দেখাতেন আরতি

দেহব্যবসার অভিযোগে বলিউড অভিনেত্রী গ্রেপ্তার


মুক্তখবর বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী-কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে দেহব্যবসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে ফাঁদ পেতে ২৭ বছর বয়সী আরতিকে গ্রেপ্তার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এছাড়াও মুম্বাইয়ের গোরগাঁও থেকে আরো দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতারের কাছে এই ব়্যাকেটের খবর প্রথম হাতে আসে। এরপর টিমের সঙ্গে গোপন অপারেশনের ছক কষেন তিনি। ভুয়া গ্রাহক সেজে আরতি মিত্তলকে ফোন করেন এবং দুই বন্ধুর জন্য দুজন মেয়ের ব্যবস্থা করে দিতে বলেন। প্রস্তাবে সম্মতি জানালে ৬০ হাজার টাকা ডিম্যান্ড করেন আরতি। মডেলদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, নানাকৌশলে উঠতি মডেলদের দেহব্যবসায় নামার প্রলোভন দেখাতেন আরতি। পর্দাফাঁস হতেই পুলিশ গ্রেপ্তার করেন অভিযুক্ত এই অভিনেত্রীকে। আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে। এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে এবং আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেওয়ার কথা ছিল। শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ‘আপনাপন’র মতো সিরিয়ালে অভিনয় করেছেন। ‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি। কয়েকদিন আগে আর মাধবনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা জানান অভিযুক্ত আরতি মিত্তল।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ