Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশ মাতৃকার সেবায় বলিষ্ঠ লেখনির মধ্যদিয়ে এগিয়ে চলছে যুগান্তর : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার 
Saturday February 1, 2020 , 7:11 pm
Print this E-mail this

দেশ মাতৃকার সেবায় বলিষ্ঠ লেখনির মধ্যদিয়ে এগিয়ে চলছে যুগান্তর : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার


নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, দেশ মাতৃকার সেবায় বলিষ্ঠ লেখনির মধ্য দিয়ে এগিয়ে চলছে দৈনিক যুগান্তর। শনিবার (১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত দৈনিক যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘একটি প্রতিযোগিতামূলক পরিবেশ পরিস্থিতিতে বলিষ্ঠ লেখনীর মাধ্যমে জনগণের আস্থার প্রতীক হিসেবে যুগান্তর মাথা উঁচু করে এগিয়ে চলছে। যুগান্তরকে আমরা যেভাবে পেয়েছি, সেভাবেই আমরা দেখতে চাই অর্থাৎ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, আমাদের উন্নয়ন ও অগ্রগতি, অসাম্প্রদায়িক চেতনার প্রতি তাঁদের যে গভীর শ্রদ্ধাবোধ সেভাবেই আমরা যুগান্তরকে দেখতে চাই’। তিনি আরও বলেন, ‘সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে যুগান্তরের লেখনীর যে ধাঁর; আগামী দিনগুলোতে তা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। দেশমাতৃকার সেবায় যুগান্তর পরিবার নিজেদের আত্মনিয়োগ করবে’। এসময় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো অফিসে কর্মরতদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত ও সার্বিক মঙ্গল কামনা করেন। দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস, শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান প্রমূখ। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসেন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, সাবেক সাংসদ টিপু সুলতান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি কাজী মিরাজ মাহামুদ, যুগান্তরের ফটোগ্রাফার শামীম আহমেদ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, কবি হেনরী স্বপন, নারী সংগঠক রহিমা সুলতানা কাজল, শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সহকারি রেজিষ্ট্রার বাহাউদ্দিন গোলাপ, ডাঃ মিজানুর রহমান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কর, ইত্তেফাক ব্যুরো প্রধান শাহীন হাফিজ, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দু এদবর, বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, ক্রীড়া সম্পাদক কেএম নয়ন, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার সাইদুর রহমান পান্থ, দৈনিক মতবাদের বার্তা সম্পাদক মেহেদী হাসান, পিনিউজ২৪’র প্রকাশক অনিকেত মাসুদ, দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার তন্ময় তপু ও আহম্মেদ নাসির প্রমূখ। এর আগে বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেসুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আনোয়ার পারভেজ রানা’র স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যের পাদদেশে কেক কাটেন অতিথিবৃন্দরা।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২