Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দিনমজুর বাশারকে হত্যায় শুটার রানা গ্রেপ্তার 
Tuesday March 11, 2025 , 7:37 pm
Print this E-mail this

হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে আত্মগোপন করে

দিনমজুর বাশারকে হত্যায় শুটার রানা গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে দিনমজুর আবুল বাশার (৫০) কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো: রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গ্রেপ্তার মো: রানা ওরফে শুটার রানা ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮’র সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।এরআগে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন লেবুবন এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮’র সদস্যরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গ্রেপ্তার রানা ওরফে শুটার রানাসহ মামলার অন্যান্য আসামিরা পরস্পর যোগাসাজশে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দিনমজুর আবুল বাশারকে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের একটি রাস্তার ওপর ধারালো চাকু ও এন্টি কাটার দিয়ে এলোপাথারি কুপিয়ে ও পোঁচ দিয়ে গুরুত্বর জখম করে। ওইসময় দিনমজুর আবুল বাশার দৌড়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে গিয়ে আশ্রয় নিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে লোকজন আবুল বাশারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যে ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পরের দিন ৩ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব কর্মকর্তা জানান, বিষয়টি র‍্যাব-৮, বরিশালের নজরে আসলে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। তবে হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত আসামির হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে অধিনায়ক র‍্যাব-৮ বরিশাল এর নিকট একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-৮, বরিশাল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য, ইতিপূর্বে র‍্যাব-৮, বরিশাল সফলভাবে অভিযান পরিচালনা করে উক্ত মামলার আরও ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা