Current Bangladesh Time
সোমবার জুলাই ৭, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তিন যুবকের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা 
Wednesday January 24, 2024 , 10:01 pm
Print this E-mail this

আসামি আরাফাত ইসলাম অপু দীর্ঘদিন ধরে খুনের ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে

তিন যুবকের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এসএসসি পরীক্ষার্থীকে অচেতন করে অপহরণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা। বুধবার সকালে ওই ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো: মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন-বেতাগী উপজেলার দক্ষিণ করুনার আফজাল হোসেনের ছেলে আরাফাত হোসেন অপু (২০), তার বন্ধু অহেদ হাওলাদারের ছেলে হেলাল (২০) ও নেছার উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বিটু (৪০)। এ তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউর মোস্তাফিজুর রহমান বাবুল। জানা যায়, বরগুনা জেলার বেতাগী উপজেলার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার সকালে অভিযোগ করেন, বাদীর মেয়ে গত বছর ২৪ ডিসেম্বর সকাল ১০টায় প্রাইভেট পড়তে যায়। বেতাগী কাউনিয়া ব্রিজের পশ্চিম পাশে গেলে আরাফাত হোসেন অপু একটি রুমালে অচেতন নাশক ওষুধ মিশিয়ে তার নাকে ধরে অচেতন করে আসামিরা একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের সময় জনৈক রাকিব দেখতে পান। স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে ১৬ জানুয়ারি আসামিদের দখল থেকে পালিয়ে এসে আমাদের বলে-আসামিরা তাকে অচেতন করে অপহরণ করে আসামি সাইফুল ইসলাম বিটুর বিস্কুটের ফ্যাক্টরির পেছনের একটি রুমে আটক করে রাখে। আসামি আরাফাত ইসলাম অপু দীর্ঘদিন ধরে খুনের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি ২৩ জানুয়ারি বেতাগী থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। আসামিরা পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বাদীর অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় কেউ মামলা করতে আসেননি।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা