Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টাঙ্গাইলের সখীপুরে এক নৃত্যশিল্পীকে চুল কেটে মুখে কালি ও বিবস্ত্র, গ্রেফতার ১ 
Saturday September 5, 2020 , 6:04 pm
Print this E-mail this

আসামিরা তার মাথার ওপর প্রসাব করে, তারপর মাথার চুল কেটে মুখে কালি মেখে দেয়

টাঙ্গাইলের সখীপুরে এক নৃত্যশিল্পীকে চুল কেটে মুখে কালি ও বিবস্ত্র, গ্রেফতার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের সখীপুরে এক নৃত্যশিল্পীর চুল কেটে মুখে কালি মেখে দেওয়ার মামলার অভিযুক্ত ডিএম সুপ্তকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নলুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। ডিএম সুপ্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী’র ছেলে। পুলিশ জানায়, পর্ণোগ্রাফি মামলার বাদি নৃত্যশিল্পী সুমন আহমেদকে (১৯) বুধবার রাতে জোরপূবর্ক তুলে বনের ভেতর নিয়ে যায় মুখোশধারীরা। সেখানে আগে থেকেই শরীফুল ইসলাম ও ডিএম সুপ্তসহ চার তরুণ অপেক্ষা করছিল। তারা সুমনকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। এতে রাজি হননি সুমন। নৃত্যশিল্পী সুমন আহমেদ জানায়, তাদের কথায় রাজি না হওয়ায় আসামিরা আমার মাথার ওপর প্রসাব করে। তারপর মাথার চুল কেটে মুখে কালি মেখে দেয়। রাত ২টার দিকে প্যান্ট খুলে রেখে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শরীফুল ও সুপ্তের নাম উল্লেখ করে অজ্ঞাত ছয়জনকে আসামি করে মামলা করে সুমন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, সুমনের দুটি মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুটি ক্লাবের আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটছে। এর আগে ওই নৃত্যশিল্পীকে তুলে নিয়ে দিগম্বর (বিবস্ত্র) করে ভিডিও ধারণ করলে প্রিন্স মাহমুদ, শরীফুল ইসলাম ও সুপ্তসহ পাঁজনকে আসামি করে মামলা করা হয়।




Archives
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা