Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৩:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম 
Saturday September 5, 2020 , 2:35 pm
Print this E-mail this

দীর্ঘদিন ধরে রাসেল মৃধার স্ত্রী রেহানা বেগমকে প্রতিবেশী তৈইবুর রহমানের ছেলে আকমল কু-প্রস্তাব দিয়ে আসছে

ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি জেলার সদর নবগ্রামের পরমহল এলাকায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে-পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় গৃহবধূকে বাঁচাতে তার বোন কোহিনুর ও ভাগ্নি ফাহিমা আসলে তাদেরকেও হামলা চালিয়ে আহত করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর নাম রেহানা বেগম সে ওই এলাকার অটোরিকশা চালক রাসেল মিয়ার স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে রাসেল মৃধার স্ত্রী রেহানা বেগমকে প্রতিবেশী তৈইবুর রহমানের ছেলে আকমল কু-প্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি রাসেল মৃধা জানতে পেরে আকমলের পরিবারকে জানানো হয়। এতে আকমল আরও ক্ষিপ্ত হয়ে যায়, ঘটনার দিন রাত দশটার দিকে আকমল ও তার সহযোগী হাবিবুর রহমানের ছেলে শাহীন পরিকল্পিতভাবে রেহানা বেগম এর বাসায় গিয়ে দরজা নক করে। রেহানা দরজা খোলার সাথে সাথে আকমল জোরপূর্বকভাবে রেহানাকে ঘর থেকে বের করে পুকুরের কাছে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। রেহেনা ডাক চিৎকার করলে একপর্যায়ে আকমল এবং তার সহযোগী শাহীন চাকু দিয়ে হত্যার চেষ্টায় রেহানাকে কুপিয়ে আহত করে। আহতের চিৎকারে বোন কোহিনুর, ভাগ্নি ফাহিমা উদ্ধার করতে আসলে তাদেরকে ও হামলা চালায় আকমল ও তার সহযোগীরা। স্থানীয় ও তার স্বজনরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলার অভিযোগ দেওয়া হয়েছে বলে স্বজনরা জানান।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল