Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জিমেইলে নতুন ‘ওয়ার্ক টুল’ যোগ করল গুগল 
Thursday July 16, 2020 , 9:43 pm
Print this E-mail this

বৈশ্বিক বাজারে কর্পোরেট ই-মেইল ও ডকুমেন্ট সম্পাদনা টুলে এগিয়ে রয়েছে মাইক্রোসফটের সেবা

জিমেইলে নতুন ‘ওয়ার্ক টুল’ যোগ করল গুগল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জিমেইলে ‘ডকুমেন্ট’ সম্পাদনার ক্ষেত্রে নতুন ‘ওয়ার্ক টুল’ যোগ করেছে গুগল। এরই ধারাবাহিকতায় এখন থেকে ই-মেইল সেবা থেকে বের না হয়েই কর্পোরেট জিমেইল গ্রাহকরা গুগলে ‘ডকুমেন্ট’ সম্পাদনা করতে পারবেন। বুধবার (১৫ জুলাই) নতুন ওই সেবা দেওয়ার ব্যাপারে জানিয়েছে অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটি।নিজেদের টুলকে আরও স্বয়ংসম্পূর্ণ করে মাইক্রোসফটের সেবা থেকে গ্রাহককে টানতে চাইছে গুগল। গুগল ক্লাউড ইউনিটের বার্ষিক গ্রাহক ও অংশীদার সম্মেলনে নতুন ওই সেবার ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে। প্রায় এক দশক ধরে মাইক্রোসফট অফিসের সমকক্ষ হতে চাইছে গুগল। বৈশ্বিক বাজারে কর্পোরেট ই-মেইল ও ডকুমেন্ট সম্পাদনা টুলে এগিয়ে রয়েছে মাইক্রোসফটের সেবা। দুটি প্রতিষ্ঠানই নিজ নিজ সেবায় ভিডিও কল ও অন্যান্য আনুষঙ্গিক আরও অনেক ফিচার যোগ করার মধ্য দিয়ে নতুন গ্রাহক আকৃষ্ট করতে চাইছে। এরই ধারাবাহিকতায় মহামারির সময় মানুষকে বাসায় বসে আরও সহজে কাজ করার সুযোগ করে দিতে চাইছে তারা। গুগল জিমেইলকে একক একটি স্থানে পরিণত করতে চাচ্ছে, যেখান থেকে কর্মীরা টেক্সট চ্যাটিং ফিচার, ভিডিও কল এবং নতুন নথি সব পাবেন। মাইক্রোসফটে এ কাজটি করার জন্য আলাদা দুটি টুল রয়েছে, একটি আউটলুক, অপরটি টিমস। এ প্রসঙ্গে গুগল ভাইস প্রেসিডেন্ট ও মাইক্রোসফটের সাবেক কর্মী হাভিয়ের সলতেরো বলেন, ‘মাইক্রোসফট আপনাকে বলছে আপনার দুটি পৃথক স্থানে নজর রাখতে হবে, দুটি ভিন্ন অব্যাস, দুটি ইনবক্সে নজর রাখতে হবে।’ তিনি বলেন, ‘টিমস ও আউটলুকের মধ্যে গভীর সন্নিবেশ ঘটানোর মতো আগ্রহী নন তারা। বর্তমানে যেসব গ্রাহক জিমেইলের বিনামূল্য সংস্করণ ব্যবহার করছেন, তাদের ভবিষ্যতে এ সন্নিবেশ দেওয়া হতে পারে।’ তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট। মাইক্রোসফট টিমসে আগে থেকেই রয়েছে এমন বেশ কিছু সুবিধা নিজেদের সেবার জন্য বুধবার এনেছে গুগল। এসব সুবিধার মধ্যে রয়েছে চ্যাটিংয়ে ব্যবহারকারীদের ‘আউট অফ অফিস’ নোটিশ ঝুলিয়ে রাখা এবং পরে সহজে আলোচনা খুঁজে পেতে তা পিন করে রাখা।

সূত্র : দৈনিক অধিকার




Archives
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ