Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চীনে এবার আম, আগামী বছর যাবে কাঁঠাল 
Sunday April 20, 2025 , 11:10 am
Print this E-mail this

চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা

চীনে এবার আম, আগামী বছর যাবে কাঁঠাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আম পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাম্প্রতিক চীন সফরের ফলাফল পর্যালোচনায় আয়োজিত বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে এই ইচ্ছা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলোচনায় কৃষি-বাণিজ্য ছিল অগ্রগতির আরেকটি ক্ষেত্র। চলতি মৌসুমে চীনে আম রপ্তানি শুরু করবে বাংলাদেশ। আগামী বছর কাঁঠাল রপ্তানি করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নিজেই প্রেসিডেন্ট শির কাছে এক ঝুড়ি তাজা আম পাঠাব।’ বৈঠকে প্রধান উপদেষ্টা চীনে পাট রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা উত্থাপন করেন এবং লোকোমোটিভ খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। তিনি চট্টগ্রাম ও সৈয়দপুরে লোকোমোটিভ তৈরি ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব করেন। বৈঠকে চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। চীন আশ্বাস দিয়ে জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিশ্চিত করে বলেন, নতুন বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার লক্ষ্যে চীনের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফর করবেন। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা চীনা বিনিয়োগকারীদের ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি ছোট বিনিয়োগ শীর্ষ সম্মেলন আয়োজন করব।’ প্রধান উপদেষ্টার চীন সফরে প্রস্তাব অনুযায়ী বাংলাদেশে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি চীনের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে। তারা চট্টগ্রামে বিশেষ বার্ন ইউনিট স্থাপনের কথাও তুলে ধরেন। চীনা রাষ্ট্রদূত জানান, কুনমিং-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু করার বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং বাংলাদেশি রোগীদের জন্য মেডিকেল ভিসা দ্রুত করার চেষ্টা চলছে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুরর রহমান, বিডার চিয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস